আপনি কি বেঁকার? বার বার বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরিক্ষা দিয়ে ফেইল? আপনার চাকরির প্রবেশের বয়স কি শেষ পর্যায়? তাহলে আপনার জন্যই এই পোস্ট। পোস্টটি শেষ পর্যন্ত পড়তে হবে!  

আমাদের চাকরির বাজার খুব সীমিত এবং দিনে দিনে কম্পিটিশন আরো বাড়ছে।  আর বলে রাখা ভালো সরকারই সবচেয়ে বেশি নিয়োগ দিচ্ছে। চাকরির যোগানের স্বল্পতা এবং চাহিদার বিশাল ফারাকের কারণে আজকের এই বেকারত্ব।

কিন্তু বেঁকার হয়ে পড়ে থাকলে তো হবে না আমাদের ভালো কিছু করতে হবে। যেমন আপনি যদি প্রোগ্রামিং শিখেন আর নেটওয়ার্কিং বুঝেন তাহলে আপনি এই দক্ষতা দিয়ে অনেক ভালো ইনকাম করতে পারবেন। তাছাড়া প্রোগ্রামিং ও সফটওয়ার বুঝলে আপনি নিজেই উদ্যোগতা হতে পারবেন, আপনার হতে পারে বিশাল একটা ব্যবসা। তখন আপনি দিতে পারবেন অনেকে চাকরি।
ভাই আমি আর্টসে/ কমার্সে পরি। আমি কম্পিউটার, প্রোগ্রামিং কিছু বুঝি না! আমি কেমনে কি করব?

নো প্রবলেম – আপনিও পারবেন। আপনি জনাব মোস্তফা জব্বারকে চিনেন? তিনি একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি বেসিস এর সভাপতি। বর্তমানে মোস্তাফা জব্বারকে  মন্ত্রী (টেকনোক্র্যাট) করা হয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে বাংলা বিভাগ থেকে স্নাতক পর্যায়ে পড়াশোনা শেষ করেন। তিনি এমএ করেন সাংবাদিকতা বিভাগ থেকে।
তিনি তার ক্যারিয়ারের একটা বিরাট সময় ব্যয় করেন সাংবাদিকতার মধ্য দিয়ে। পরে তিনি কম্পিউটার ব্যবসায়ে প্রবেশ করেন।
১৯৮৮ সালে তার প্রতিষ্ঠানের বিজয় বাংলা কিবোর্ড প্রকশিত হয় যা ১ম বাংলা কিবোর্ড এবং ইউনিকোড আসা পর্যন্ত অনেক ব্যবহৃত হয়েছে।

তবে অভ্র নিয়ে বিজয় এর একটা বড় বিতর্ক সৃষ্টি হয়:

Leave a Reply