আপনার যদি উচ্চ শিক্ষার জন্য উন্নত দেশে পড়াশুনা করার ইচ্ছা থাকে তাহলে আপনা উচিৎ
বিশ্ববিদ্যালয় পড়া অবস্থায় প্ল্যান রা প্রথমেই কিছু প্রশ্নের উত্তর আপনাকে নিজেকে দিতে হবে। যেমন
/ আপনি স্কলারশিপ
নিয়ে যেতে চান নাকি নিজের খরচ দিয়ে হলেও বিদেশে গিয়ে পড়বেন?
/ আপনি মূলত কোন দেশে যেতে চান?
/ আপনি কি পড়ালেখা
করে কি সেই দেশে থেকে যাবেন?
/ উচ্চ শিক্ষা শেষ করে আপনি কি করবেন?
আপনার উচ্চশিক্ষার উদ্দেশ্য অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে।

ভালো বিশ্ববিদ্যালয়/ স্কলারশিপ পেতে হলে আপনার থাকতে হবেঃ  
¨     
ভালো রেজাল্ট (3.50+ will be safe) রেজাল্ট যত কম হবে অন্যান্য বিষয় দিয়ে তত বেশি ব্যাকআপ দিতে হবে। যেমন রিসার্স/ জার্নাল পেপার বেশি করা।
¨     
ভালো IELTS স্কোর  
¨     
ভালো GRE & TOEFL স্কোর (For USA) ভালো
GRE
স্কোর থাকলে USA তে যাওয়া খুব সহজ।
>< বিশ্ববিদ্যালয় উঠে প্রথম থেকেই ভালোমত পড়াশুনা
করতে হবে।

>< নিজ ডিপার্টমেন্টের সকল পরিক্ষা ইংরেজি মাধ্যমে দিবেন এতে আপনার ইংলিশ রাইটিং স্কিল অনেক ভালো হয়ে যাবে।


>< নিজ বিভাগের শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে।
>< শিক্ষকদের সাথে লেখালিখি (রিসার্স/ জার্নাল পেপার) করতে পারলে খুব ভালো।

>< বিশ্ববিদ্যাল এর বিভিন্ন
ক্লাবের
সাথে যুক্ত থাকবেন এতে আপনি হয়ে উঠবেন মাল্টি
ডাইমেনশনাল।
আর কার্যক্রমের
সাথে একটিভ থাকলে আপনার অনেক ধরনের Leadership, Communication স্কিল বাড়বে।

আরও পড়ুনঃ

Leave a Reply