Eligibility for Scholarships – Undergraduate
.
Instructions
ECAs = Extracurricular Activities: পড়াশোনার পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী কাজ (বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, ক্লাবে কাজ করা, বিভিন্ন প্রোগ্রাম আয়োজনে সক্রিয় অংশগ্রহণ, অলিম্পিয়াড প্রতিযোগিতা ইত্যাদি) এখানে তুমি কয়টি এক্সটা কারিকুলার অ্যাক্টিভিটি (ECAs) করেছ লেখ। যেমন দুই ধরনের কার্যক্রমের সাথে সক্রিয় থাকলে বক্সে 2 লেখ।
Academic Awards: স্কুল বা কলেজে থাকতে কোন কারনে পুরস্কার পেলে বা কোন অর্জন থাকলে সেগুলোর সংখ্যা লেখ – মানে কয়টা পুরষ্কার বা অর্জন আছে তোমার এ পর্যন্ত।
.
আমার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা
To check the Scholarship Eligibilities for Graduate Admission – Go to Graduate AdmissionsN.B: এই পার্সেন্টেজ / ফলাফল যেটা দেখানো হচ্ছে সেটা আপনাকে একটি ভালো ধারণা দেওয়ার জন্য করা হয়েছে। আপনাকে স্কলারশিপ এবং এডমিশন পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টে আপনি ভর্তি হতে যাবেন সেই ডিপার্টমেন্টের অনুযায়ী আপনাকে রিকোয়ারমেন্ট গুলো ফুল-ফিল করতে হবে এবং কাগজপত্রগুলো সাজাতে হবে। ধন্যবাদ